চকলেট মোঃ শাহাদাত খান
চকলেট
মোঃ শাহাদাত খান
এই
বাসন্তি বিকেলে আমায় চকলেট দিয়েছেন যিনি
তাহার
কাছে দিনে দিনে আমি হচ্ছি কেবল ঋণী
চকলেটে
যত মিষ্টি তাহার অধিক মিষ্টি তোমার হাঁসি
হাঁসির
প্রেমে পরব শতবার যদি হয় হোক ফাঁসি,
একদিন
আমি বলতে চাই হাতে তুলে নদীর জল
তোমাতেই
পেয়েছি স্বর্গসুখ জীবন করেছ উজ্জ্বল
জল
নিয়ে কেউ মিথ্যে বলেনা জল জীবন বাঁচায়
আমি
পথ হারাই শুধু খুজে নিবে এই আশায়,
আমি
আমাতে তুষ্ট ছিলাম অন্তরে ছিল সুখ
অজানাতেই
হারিয়ে গেলাম দেখিয়া তোমার মুখ
নশ্বর
এ জীবনে, কত বাহারি কত রঙের মানুষ চিনি
তবু
দাম দিয়ে মোরা কত দুঃখ- কষ্ট- হতাশা- বিরহ কিনি,
শত
হতাশার মাঝেও তুমি চলার পথের আলো
জানিনা
ঠিক কতখানি তোমাকে বেসেছি ভালো
আমার
আকাশে সূর্যের ঠিক ততটা আলো নেই
যতটা
আলো দেখেছি আমি হাস্যজ্জল তোমাতেই,
আমার
নীলাভ আকাশ জুড়ে রয়েছে জবা ফুল
সকল
ফুলে সাজিয়ে গুছিয়ে বাঁধিয়া দেব চুল
তোমার
আলোয় জ্বলিয়া উঠি তোমার সুরে গান
একবার
বলো ভালবাসি শতবার দেব প্রাণ।
Comments
Post a Comment